১৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৪০ এএম সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট শিল্পপতি ও আল হাবতুর গ্রুপের চেয়ারম্যান খালাফ আল হাবতুর দেশের তরুণ-তরুণীদের দ্রুত বিয়ে করার আহ্বান জানিয়েছেন। তার মতে, যারা অকারণে বিয়েতে অনীহা দেখাচ্ছে, তাদের ‘জবাবদিহির আওতায়’ আনা উচিত। খবর খালিজ টাইমসের। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, যুবক-যুবতীদের জন্য এমন আইন হওয়া উচিত যাতে তারা ২৭ বা সর্বোচ্চ ৩০ বছরের আগেই বিয়ে করেন। কারণ এটি সমাজের টিকে থাকা ও ঐক্যের বিষয়। উপসাগরীয় এই ধনী দেশটিতে প্রবাসী ও অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় এমন আহ্বান জানিয়েছেন আল হাবতুর। বর্তমানে আমিরাতের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশই বিদেশি। তাই স্থানীয় নাগরিকদের পরিবার ও জনসংখ্যাগত ভারসাম্য রক্ষায় তিনি সরকারের পাশাপাশি সমাজকেও সক্রিয় ভূমিকা নেয়ার পরামর্শ দেন। তিনি...