নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনশ্রীর একটি ফ্ল্যাটে বসবাসরত একটি পরিবারের অস্বাভাবিক ও রহস্যজনক জীবনযাপন নিয়ে সম্প্রতি আলোচনার সৃষ্টি হয়েছে। ২০১৮ সালে মনিরুল ইসলাম তার স্ত্রী নাসরিন আক্তার এবং দুই ছেলে—আজিজুল ইসলাম ও মানজারুল ইসলামকে নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া ওঠেন। এরপর থেকে দীর্ঘ সাত বছর ধরে পরিবারটি সমাজ ও স্বাভাবিক জীবনধারা থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। জানা যায়, পরিবারের দুই সন্তানের স্কুলে যাওয়া বন্ধ রয়েছে পাঁচ বছর ধরে। পরিবারের সদস্যরা কেউই বাড়ির বাইরে যান না। এমনকি ফ্ল্যাটের ভাড়াও দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। সম্প্রতি একটি গণমাধ্যমে এই পরিবারের অস্বাভাবিক জীবনযাপন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হলে তাদের ওপর তদন্ত শুরু করে। তদন্ত করতে গিয়ে বাড়ির কেয়ারটেকার পরিবারের বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি, বরং দাবি করেন, পরিবারটি ইতোমধ্যেই বাসা ছেড়ে চলে গেছে। তবে...