নানা জটিলতা পেরিয়ে গত মাসের মাঝামাঝি থেকে ছাপা শুরু হয়েছে প্রাথমিকের পাঠ্যবই। এরই মধ্যে উপজেলা পর্যায়ে বই সরবরাহও শুরু হয়েছে।কিন্তু সরবরাহের শুরুতেই ধরা পড়ছে নিম্নমানের পাঠ্যবই। সম্প্রতি একটি উপজেলা থেকে বই গ্রহণ না করে ফেরত পাঠানো হয়েছে, যা এরই মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) চিঠি দিয়ে জানানো হয়েছে। গত ৮ অক্টোবর হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ডিপিই ও এনসিটিবিতে একটি চিঠি পাঠান। সেখানে তিনি বলেন, গত ৭ অক্টোবর অগ্রণী প্রিন্টিং প্রেস, স্টেশন রোড, চৌমুহনী, নোয়াখালী থেকে প্রাক-প্রাথমিক শ্রেণির সাত হাজার ওয়ার্ক বুক (আমার বই) ও সাত হাজার এক্সারসাইজ বুক (খাতা) সরবরাহের জন্য উপজেলা শিক্ষা অফিস, মাধবপুর, হবিগঞ্জে আনা হয়, যার চালান নম্বর ১০১১১৯০৫, আইডি...