শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যথার্থ উত্তরসূরি তারেক রহমান। বাবা ও মায়ের রাজনৈতিক দর্শন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।যিনি বুদ্ধিমত্তা ও কৌশলের সঙ্গে দেশের বৃহত্তম রাজনীতিক দল বিএনপিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ৬ অক্টোবর তারেক রহমান দুটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দেন। এর একটি লন্ডনের খ্যাতনামা ফিন্যান্সিয়াল টাইমসে অপরটি বিবিসি বাংলায়। সাক্ষাৎকার দুটি দেশে ও প্রবাসে অবস্থানরত দেশপ্রেমীদের মধ্যে নতুন অনুপ্রেরণা ও রাজনৈতিক উত্থানের আশাবাদ জাগিয়েছে। বহু বছরের কর্তৃত্ববাদী শাসনের পর দেশের শান্তিপ্রিয় ও উন্নয়নকামী জনগণ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি প্রকৃত গণতান্ত্রিক, প্রতিনিধিত্বশীল ও দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্রে সুশাসন ফিরবে। তারেক রহমান ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, তিনি ‘দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী’ যে আসন্ন নির্বাচনে অবাধ ও নিরপেক্ষ পরিবেশে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।...