দুই মৌসুমি ঝড়—প্রিসিলা ও রেমন্ড এর তাণ্ডবে বিপর্যস্ত মেক্সিকো। টানা কয়েকদিনের ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে দেশটিতে কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং ২৭ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ (১৩ অক্টোবর) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, মেক্সিকোর দুর্যোগ মোকাবেলা দপ্তরের তথ্য অনুযায়ী, এই পর্যন্ত ৫৫টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৬ হাজারের বেশি বাড়িঘর সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে। এছাড়া ৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। রোববার এক বিবৃতিতে মেক্সিকোর কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর জানায়, ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলা প্রবল বর্ষণ ও ঝড়ে দেশটির পাঁচটি রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ভেরাক্রুজ রাজ্যে, যেখানে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হিদালাগো...