এক মিউজিক ভিডিও কেন্দ্র করে বিপাকে পড়েছেন বলিউডের ‘টুয়েল্ভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। কারণ, সেই ভিডিওতে ব্যবহৃত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় স্লোগান ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’। অভিনেতার কণ্ঠে রাজনৈতিক রঙ মিশে যাওয়ায় মুহূর্তেই তুমুল আলোচনায় উঠে আসে ভিডিওটি, সোশ্যাল মিডিয়ায় চলছে তর্ক-বিতর্ক আর বিভক্ত প্রতিক্রিয়ার ঝড়।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভিডিওটি নিয়ে মতভেদ তৈরি হয়েছে নেটিজেনদের মাঝে। কেউ প্রশংসা করলেও অনেকের দাবি, রাজনৈতিক স্লোগানভিত্তিক কনটেন্টে অংশ নিয়ে অভিনেতারা নিরপেক্ষ অবস্থান হারিয়ে ফেলছেন; একাংশ একে ‘চাটুকারিতা’ হিসেবেও দেখছেন। বিক্রান্তকে নিয়ে তারপরে নানা ব্যঙ্গ-রসিকতা ছড়ায় সামাজিক মাধ্যমে।এদিকে এক ব্যঙ্গাত্মক ভিডিওতে দেখা গেছে, ‘টুয়েলভ্থ ফেল’ ছবিতে বিক্রান্তের একটি সংলাপ; যেখানে বলা হয়েছে, ‘গরিবেরা যদি অশিক্ষিত হয়ে থেকে যান, তা হলেই তো তারা ভেড়া-ছাগলের মতো নেতাদের ইশারায় চলবেন। এই মানুষগুলোই...