দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই গাজায় ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, মাত্র ২৪ ঘন্টায় প্রায় পাঁচ লাখের বেশি মানুষ তাদের নিজ ভিটে মাটিতে ফিরে এসেছেন। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাস্সাল জানিয়েছেন, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই দলে দলে মানুষ গাজা সিটিতে প্রবেশ করতে শুরু করে। কিন্তু ফিরে এসে তারা দেখছেন তাদের ঘরবাড়ি আর আস্ত নেই, পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। নিজ ঘরে ফেরার বদলে তারা যেন এক বিরানভূমিতে ফিরেছেন, যেখানে তাদের চেনা মহল্লা বা বাড়িঘরের কোনো চিহ্নই অবশিষ্ট নেই। একসময়কার কোলাহলপূর্ণ এলাকাগুলো এখন কেবলই ভাঙা দেয়াল আর ধুলার স্তূপে ঢাকা পড়েছে। অন্যদিকে, যুদ্ধবিরতির শর্তঅনুযায়ী মানবিক সহায়তা পাঠানোর প্রক্রিয়া নিয়েও জটিলতা দেখা দিয়েছে। চুক্তি অনুসারে রবিবার...