কাতার, ইরান ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে আপাতত উত্তেজনা বৃদ্ধির পরিবর্তে নিজেদের সংযত রাখলো পাকিস্তান-আফগানিস্তান। রোববার তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন। আফগান গণমাধ্যম টোলো নিউজ এ খবর দিয়েছে। আফগান গণমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, পৃথক বিবৃতিতে দেশগুলো বলেছে- তারা কাবুল ও ইসলামাবাদকে সংযম প্রদর্শন এবং সংলাপের মাধ্যমে তাদের সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছে। বিবৃতিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি সমর্থনও প্রকাশ করা হয়েছে। এরপর তালেবান মুখপাত্র ও দেশটির তথ্য প্রতিমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘‘কাতার এবং সৌদি আরব উভয়ই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে এবং আফগানিস্তানের ইসলামিক আমিরাত যুদ্ধ বন্ধ করে তা মেনে নিয়েছে। তবে, আজ সকালে আমরা খবর পেয়েছি যে, পাকিস্তান আক্রমণ চালিয়েছে। যদি এই আক্রমণ অব্যাহত থাকে, তাহলে...