মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ শেষ হয়েছে এবং মধ্যপ্রাচ্য এখন স্বাভাবিক হয়ে উঠবে। ইসরাইল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইল যাওয়ার আগে তিনি একথা বলেন। খবর বিবিসির। তিনি বলেন, যুদ্ধবিরতি বহাল থাকবে এবং গাজার জন্য দ্রুত একটি ‘শান্তি বোর্ড’ গঠন করা হবে। তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকারও প্রশংসা করেন। যুদ্ধবিরতি বহাল থাকবে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘যুদ্ধবিরতি বহাল থাকবে। সবাই খুশি এবং আমি মনে করি এটি এভাবেই থাকবে।’ শান্তি প্রতিষ্ঠায় তার দক্ষতা সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি যুদ্ধ বন্ধে ভালো। আমি শান্তি স্থাপনেও ভালো।’ গাজা সফরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি মনে করেন আগামী কয়েক দশক ধরে গাজায় ‘অলৌকিক ঘটনা’ হবে। তিনি আরো বলেন, এই...