সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খুলনাকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখে আকবর আলির নেতৃত্বাধীন রংপুর। গত আসরের মতো এবারও ফাইনালে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। ফাইনাল শেষে একাধিক পুরস্কার তুলে দেওয়া হয় ক্রিকেটারদের হাতে, যেখানে অর্থ পুরস্কার পেয়েছেন নির্বাচিত ক্রিকেটাররা।ফাইনাল ম্যাচে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে ফাইনালসেরা নির্বাচিত হন জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখ নাসির হোসেন। বল হাতে ৪ ওভারে মাত্র ১৯ রান দেওয়ার পর ব্যাট হাতে করেন গুরুত্বপূর্ণ ৪৬ রান। ফাইনালসেরা হয়ে নাসির ২০ হাজার টাকা ও আকিজ বাইসাইকেল পেয়েছেন।ব্যাট হাতে ৩২৩ রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটার নির্বাচিত হন জয়। অন্যদিকে, বোলিংয়ে ১৪ উইকেট নিয়ে সেরা বোলারের খেতাব নিজের করে নেন হাসান মুরাদ। এই দুই ক্রিকেটারই পেয়েছেন ৫০ হাজার টাকার অর্থ পুরস্কার ও আকিজ বাই সাইকেল।টুর্নামেন্ট সেরা...