ঠাকুরগাঁওয়ে রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে এই সংঘর্ষ চলে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর ছাত্রদলের সদস্য সচিব জীবন হামিদ এবং ছাত্রদল কর্মী শ্রাবণ ও শুভ গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে একটি বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রবিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আরো পড়ুন:প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানার্সআপ ঘোষণা নিয়ে সংঘর্ষ, আহত ১২পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানার্সআপ ঘোষণা নিয়ে সংঘর্ষ, আহত ১২ সংঘর্ষ চলাকালে অন্তত সাতজন আহত হন। তাদের মধ্যে দুইজনকে দিনাজপুর...