বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অরুণ কুমার সরকার বলেন, ‘এটা বলিহার রাজার স্মৃতিচিহ্ন। এখানে বসেই তারা খাজনা আদায় করতেন। এটা আমাদের ঐহিত্য। এটা আমাদের টিকিয়ে রাখতে হবে।’তিনি বলেন, ‘ভবনটি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। যদি এটা সরকারিভাবে সংস্কার করা যায় তাহলে আরও ১০০ বছর টিকিয়ে রাখা সম্ভব হবে।’আমরুল ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম রেজা বলেন, ‘ডেমাজানি রাজকাছারি বাড়ি শাজাহানপুরের ঐতিহ্য। এটা সংস্কার করলে শাজাহানপুরের ঐতিহ্য টিকে থাকবে। তবে সংস্কার করা হবে কি না, সে বিষয়ে আমার জানা নেই। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলব।’শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান জানান, ‘ডেমাজানি রাজকাছারি বাড়ি একটি গুরুত্বপূর্ণ প্রাচীন ঐতিহ্য। এটাকে সংস্কার করা দরকার। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সংস্কার করার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘ভবনটি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। যদি...