স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালোনিয়া অঞ্চলে টানা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় বহু মানুষ গাড়ির ভেতর আটকা পড়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হলো তারাগোনা প্রদেশের লা রাপিতা ও সান্তা বারবারা শহর। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কাদামাটি মিশ্রিত তীব্র স্রোতের পানি রাস্তাঘাট ও বসতবাড়ি ভাসিয়ে নিচ্ছে, ভেসে যাচ্ছে গাড়ি ও দোকানপাট। স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা এএমইইটি (AEMET) ওই অঞ্চলে সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করেছে। সংস্থাটি সতর্ক করেছে, ১২ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১৮০ মিলিমিটার (প্রায় ৭ ইঞ্চি) পর্যন্ত হতে পারে। এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। তবে কাতালোনিয়ার সিভিল প্রোটেকশন এজেন্সি স্থানীয়দের ঘরে অবস্থান করতে আহ্বান জানিয়েছে, বিশেষ করে তারাগোনার এব্রো ডেল্টা অঞ্চলের বাসিন্দাদের জন্য এ সতর্কতা জারি করা হয়েছে। এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তা ক্রিস্টিনা ভিসেন্তে স্থানীয় সংবাদপত্র লা...