আলোচনায় দুই দেশের মন্ত্রী পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাণিজ্য ও ট্রানজিট খাতে সব ধরনের সম্ভাবনা কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা বলেন, আঞ্চলিক স্বার্থ রক্ষায় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানো সময়ের দাবি। উভয় পররাষ্ট্রমন্ত্রী সক্রিয় কূটনীতি, তথ্য বিনিময় ও আঞ্চলিক সমন্বয় জোরদারের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা অগ্রসরের ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া তারা গাজায় গণহত্যা বন্ধ হওয়াকে স্বাগত জানান...