গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কয়েকদিনের মধ্যেই গাজা সিটিতে সংঘর্ষের সময় ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি নিহত হয়েছেন। ফিলিস্তিনি সূত্রে জানা গেছে, ২৮ বছর বয়সী এই সাংবাদিক গাজার সাবরা এলাকায় সংঘর্ষ কাভার করার সময় একটি “সশস্ত্র মিলিশিয়া”র গুলিতে নিহত হন। যুদ্ধ চলাকালে তার তৈরি ভিডিও ও প্রতিবেদনগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। খবর আল জাজিরার। আল জাজিরার সানাদ এজেন্সি একাধিক সাংবাদিক ও কর্মীদের প্রকাশিত ভিডিও যাচাই করে দেখেছে, যেখানে সালেহকে “প্রেস” লেখা জ্যাকেট পরিহিত অবস্থায় একটি ট্রাকের পেছনে পড়ে থাকতে দেখা যায়। তিনি রোববার (১২ অক্টােবর) সকাল থেকে নিখোঁজ ছিলেন। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, ওই সময় সাবরা এলাকায় হামাসের নিরাপত্তা বাহিনী ও দোগমুশ গোত্রের যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছিল। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনও এ তথ্য নিশ্চিত করেনি। গাজার...