শহরের বর্জ্য থেকে উৎপাদন হবে জ¦ালানি তেল। সেই তেলে চলবে পরিবহন। এতে শহরের বর্জ্যরে একটা সুষ্ঠু বিহিত হবে। আর সাশ্রয় হবে জ¦ালানি তেল আমদানির টাকা। মনভোলানো এসব কথা বলে খুলনা সিটি করপোরেশন জলবায়ু কল্যাণ ট্রাস্টের অর্থায়নে সাড়ে ৪ কোটি টাকার একটি প্রকল্প নেয়। প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়, যেখানে নির্মাণ হয় প্রশাসনিক ভবন। আনা হয় যন্ত্রপাতি। এখন শুধু উৎপাদনে নামার পালা। কিন্তু তেল তো আর উৎপাদন হয় না! উৎপাদন হবে কীভাবে? যন্ত্রপাতি যে নকল! স্পেসিফিকেশন ঠিক নেই, আমদানি কাগজপত্রও নেই। সারা দেশে জলবায়ু তহবিলের টাকা যেভাবে নয়ছয় হয়েছে খুলনায়ও একইভাবে হয়েছে। দুই বছর আগে খুলনায় নির্মিত হয় কম্পোস্ট ও প্লাস্টিক বর্জ্য থেকে তরল জ্বালানি উৎপাদন প্ল্যান্ট। জলবায়ু কল্যাণ ট্রাস্টের অর্থায়নে সাড়ে ৪ কোটি টাকার এ প্রকল্প থেকে কোনো সুফল...