বেকারত্বের যাবতীয় কারণ বিদ্যমান রেখে নতুন আরো বেকার তৈরির মহা ধুম চলছে। নানা মিঠা কথা শোনানো হলেও বিনিয়োগে খরা কাটার লক্ষণ নেই।জাপান-সিঙ্গাপুরের মতো চাকরির বাজার বিস্তারের বাহারি কথা কচলালেও কর্মসংস্থানে চরম আকাল। পুরান বেকারের সঙ্গে যোগ হচ্ছে হাজারে হাজার নয়, লাখ লাখ বেকার। সরকারি হিসাবেও বেকারত্বের চিত্র আড়াল করার সুযোগ নেই। নতুন-পুরান মিলিয়ে এই বেকাররা কাজ খুঁজতে খুঁজতে কাহিল-বেসামাল। খেই হারিয়ে কেউ কেউ জড়িয়ে পড়ছে নানা মন্দকাজে। একদিকে বিনিয়োগকারীদের অস্বস্তি, আরেকদিকে নিয়োগের আশায় বুক বেঁধে থাকা বেকারদের আর্তনাদ। সরকারি সর্বশেষ হিসাবে বেকার জনগোষ্ঠী ২৬ লাখ ২০ হাজার। যা আগের বছরের তুলনায় দেড় লাখ বেশি। কম শিক্ষিত বা নিরক্ষরের তুলনায় শিক্ষিত বেকারের সংখ্যা ধারণার বাইরে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ অনুসারে বেকারদের সাড়ে ১৩ শতাংশ স্নাতক ডিগ্রিধারী। ৭.১৩ শতাংশ উচ্চ মাধ্যমিক...