মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে অনুষ্ঠিতব্য মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। রবিবার (১২ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান মিসরের শারম আল-শেখে আয়োজিত সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এরপর পররাষ্ট্রমন্ত্রী আরাঘচিকেও সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। তবে তিনি জানিয়েছেন, তিনিও শারম আল-শেখ সম্মেলনে উপস্থিত থাকবেন না। নিজের এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে আরাঘচি লিখেছেন, ‘আমরা কূটনৈতিক সংলাপকে গুরুত্ব দিই, তবে যারা ইরানি জনগণের ওপর হামলা চালিয়েছে এবং এখনো হুমকি ও নিষেধাজ্ঞা আরোপ করছে, তাদের সঙ্গে আমরা কোনো বৈঠকে বসতে পারি না।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকাই ইরনা সংবাদ সংস্থাকে বলেন, মিসরের আমন্ত্রণের জন্য ইরান কৃতজ্ঞ, তবে দেশটি শারম আল-শেখ সম্মেলনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা রাখছে না।...