সরকারি কর্মচারীরা দুভাবে পেনশন নিতে পারতেন। অর্ধেক তুলে নিয়ে বাকি অর্ধেকের সুবিধা মাসে মাসে ভোগ করতে পারতেন, যা এখনো বহাল। আর একটি পদ্ধতি ছিল পুরো পেনশন সুবিধা একবারে তুলে নেওয়া। কিছু অনিয়মের কারণে একসঙ্গে তুলে নেওয়ার পদ্ধতিটি সরকার ২০১৭ সালে বাতিল করে দেয়। কিন্তু পরের বছরই অর্থাৎ ২০১৮ সালে তাদের আবার পেনশনের আওতায় আনে। নিয়ম করা হয় যাদের অবসরের বয়স ১৫ বছর হয়ে গেছে, তারা একসঙ্গে পেনশন তুলে নিলেও আবার তারা পেনশন পাবেন। অর্ধেক তুলে নেওয়া পেনশনাররা যে সুবিধা পান, শতভাগ উত্তোলনকারীরাও একই সুবিধা পাবেন। এবার সেই সুবিধা ১৫ থেকে কমিয়ে ১০ বছরে নিয়ে আসা হচ্ছে। এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বৈঠক হয়েছে। সেখানে এর অনুকূলে সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নের জন্য অর্থ বিভাগে পাঠানো হয়। অর্থ বিভাগ তা বেতন কমিশনে পাঠিয়েছে।...