ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হবে— বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়া এমন খবর সঠিক নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি দাবি করেন, এমন কোনো বৈঠকের সময়সূচিও আগে থেকে ছিল না। রোববার রাত সাড়ে ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান প্রেস সচিব। প্রেস সচিব বলেন, ‘কিছু পত্রিকা ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, প্রধান উপদেষ্টা রোম সফরের সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। কিন্তু এ সফর নিয়ে না বাসস, না কোনো পত্রিকা আমার সঙ্গে কথা বলেছে।’ একটি সংবাদ সম্মেলন ও দুটি টেলিভিশনে দেওয়া বক্তব্যের বরাত দিয়ে প্রেস সচিব বলেন, ‘আমি বলেছিলাম, প্রধান উপদেষ্টা রোম যাচ্ছেন ওয়ার্ল্ড ফুড ফোরাম বৈঠকে যোগ দিতে। আমি আরও জানিয়েছিলাম, সফরকালে...