বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হতে যাচ্ছে ‘৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ-২০২৫’। ভারতীয় উপমহাদেশে দীর্ঘদিনের ঐতিহ্যসম্পন্ন স্কোয়াশ খেলাটি আজকের সময়ে হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন ও বসুন্ধরা গ্রুপ পাঁচ বছরের জন্য এক বিশেষ চুক্তি করেছে। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় আয়োজন করা এই জাতীয় চ্যাম্পিয়নশিপে দেশের সেরা খেলোয়াড়রা অংশ নেবে। বসুন্ধরা স্পোর্টস সিটির পাশাপাশি ইনডিপেনডেন্স বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, শাহীন কলেজ ও আর্মি অফিসার্স মেস থেকেও খেলোয়াড়রা প্রতিযোগিতা করবে। উর্মি গ্রুপ ও তুরাগ একটিভ-এর পৃষ্ঠপোষকতায় এবারের আসরের রাউন্ড রবিনলীগ ভিত্তিতে চূড়ান্ত পর্বের খেলা আয়োজন করা হবে। সম্প্রতি বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় আয়োজিত সংবাদ সম্মেলনে বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের মধ্যে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অব.) মহসিন করিম এবং বাংলাদেশ...