১৩ অক্টোবর ২০২৫, ০৮:৪২ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ এএম লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের (UNIFIL) একজন সদস্য আহত হয়েছেন ইসরায়েলের গ্রেনেড হামলায়। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দুপুরের ঠিক আগে একটি ইসরায়েলি ড্রোন লেবাননের কফার কেলা এলাকায় শান্তিরক্ষীদের অবস্থানের কাছে গ্রেনেড ফেলে। বিস্ফোরণে ইউনিফিলের এক সদস্য আহত হন। এটি গত এক মাসে এই ধরনের তৃতীয় হামলা, যা সীমান্ত উত্তেজনা এবং যুদ্ধবিরতির ভঙ্গুর বাস্তবতাকে আবারও সামনে নিয়ে এসেছে। ঘটনাটি ঘটে শনিবার দুপুরের ঠিক আগে, যখন ইউনিফিল সদস্যরা লেবাননের দক্ষিণাঞ্চলের কফার কেলা এলাকায় তাদের নিয়মিত টহলে ছিলেন। ইসরায়েলি একটি ড্রোন হঠাৎ তাদের অবস্থানের খুব কাছে এসে একটি গ্রেনেড ফেলে দেয়, যা সঙ্গে সঙ্গেই বিস্ফোরিত হয়। জাতিসংঘ জানিয়েছে, হামলায় তাদের এক সদস্য আহত হয়েছেন। লেবাননের রাজধানী বৈরুত থেকে...