১৩ অক্টোবর ২০২৫, ০৮:৩০ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ এএম যুদ্ধবিধ্বস্ত গাজায় আটক সব ইসরায়েলি জিম্মি নিরাপদে দেশে ফিরে এলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। রোববার (১২ অক্টোবর) জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র শোশ বেদরোসিয়ান সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল মুক্তি পাওয়ার পর সব জিম্মি সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও বলেন, ‘পূর্ববর্তী যুদ্ধবিরতির সময় কিছু জিম্মির মরদেহ ফেরত পাওয়ার পর তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছিল।’ এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, দখলদার ইসরায়েলের হাতে থাকা জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সোমবার একসঙ্গে ২০ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বর ও ২০২৫...