যুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করতে চায়, ক্ষতি নয়—সম্প্রতি এমন বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার কয়েক দিনের মধ্যেই তিনি এই নরম সুরে মন্তব্য করলেন। ট্রাম্পের আগের হুমকি ও চলতি মাসের শেষে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিলের ইঙ্গিত দেওয়ার পর ওয়াল স্ট্রিটে আতঙ্ক ছড়িয়ে পড়ে, শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়। রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করতে চায়, ক্ষতি নয়! সম্মানিত প্রেসিডেন্ট শি চান না তার দেশ মন্দার মুখে পড়ুক। এর আগে শুক্রবার ট্রাম্প বলেন, চীনের ‘অত্যন্ত আগ্রাসী’ বিরল খনিজ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আগামী ১ নভেম্বর থেকে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।আরও পড়ুনআরও পড়ুনপ্রতিশোধ হিসেবে চীনের ওপর ১০০% শুল্ক বাড়ানোর ঘোষণা...