সামান্য পুঁজি আর অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে লাউ চাষে সফল হয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কৃষক সমীর চন্দ্র। মাত্র ৩২ শতাংশ জমিতে লাউয়ের চারা রোপণ করে ইতিমধ্যে তিনি ৪০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। মাচায় থাকা লাউ আরও ২০ হাজার টাকা বিক্রি করতে পারবেন বলে আশা তাঁর। উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের বাসিন্দা সমীর চন্দ্র। তাঁর পরিবারে স্ত্রী ও দুই সন্তান। ছেলে বিশ্বজিৎ স্নাতক দ্বিতীয় বর্ষে এবং মেয়ে বনানী দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করেন। সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে চেষ্টার কমতি নেই এই কৃষকের। সমীর চন্দ্র বলেন, তাঁর নিজের তেমন চাষের জমি নেই। সে জন্য স্থানীয় মনির হোসেন নামের এক ব্যক্তির পরিত্যক্ত বাড়ির সামান্য জমি লিজ নিয়ে লাউ চাষ শুরু করেন। উঁচু–নিচু ওই জমিতে অন্যান্য ফসল ভালো হয় না। তাই বর্ষা মৌসুমে লাউয়ের চাষ করেছেন।...