১৩ অক্টোবর ২০২৫, ০৮:২৪ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ এএম নোয়াখালীতে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মান্নানের ভাতৃবধূ নুর নাহার বেগম (৬৫) এবং তার বড় ছেলে এ.কে.এম. রিয়াজ উদ্দিনকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার নুর নাহার বেগম মেজর মান্নানের ভাই মৃত শামসুদ্দিনের স্ত্রী, আর রিয়াজ উদ্দিন তার ভাতিজা। শনিবার (১২ অক্টোবর) রাতে সুধারাম মডেল থানার পুলিশ নোয়াখালী সদর উপজেলার পশ্চিম সাহাপুর গ্রামের ভেন্ডার বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। এর আগে গত ২০ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রশিদ ডুব্বালের বাড়ির আব্দুল মালেকের ছেলে আব্দুল মান্নান শাহাবুদ্দিন (৫৩) বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা (নং-৩৫) দায়ের করেন। মামলায় নুর নাহার বেগম, তার বড় ছেলে রিয়াজ উদ্দিন ও ছোট ছেলে মহিউদ্দিন রূপক (৩২)-এর...