পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরান। একইসাথে, দুই প্রতিবেশী দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে চলমান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়ে ছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই উভয় পক্ষকে একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি অবিলম্বে উত্তেজনা কমাতে এবং আরও সংঘাত এড়াতে ইসলামাবাদ ও কাবুলকে আলোচনায় বসার ওপর জোর দেন। পাকিস্তান-আফগান সীমান্তে সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘর্ষএবং ব্যাপক সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের পক্ষ থেকে এই প্রস্তাব...