১৩ অক্টোবর ২০২৫, ০৮:৫২ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ এএম দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় অবশেষে শান্তির নতুন দিগন্ত উন্মোচনের আশা দেখা দিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত জিম্মি-বন্দি বিনিময় প্রক্রিয়া। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, সোমবার (১৩ অক্টোবর) তারা ২০ জন ইসরায়েলি জিম্মিকে একসঙ্গে মুক্তি দেবে। এই পদক্ষেপটি গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে রয়েছে। এই মুক্তি কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সোমবারের জন্য। হামাস জানিয়েছে, ১৩ অক্টোবর একসঙ্গে ২০ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এটি হচ্ছে চলমান যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের একটি প্রতিশ্রুতি। হামাস ও ইসরায়েলের মধ্যে গত শুক্রবার যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তার শর্ত অনুযায়ী, চুক্তি শুরুর ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে...