খুলনায় লটারির মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড পদে ১৫ জন কর্মকর্তাকে পদায়ন/বদলি করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ লটারি অনুষ্ঠিত হয়। খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ফিরোজ শাহ জানান, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের নির্দেশনায় লটারি পদ্ধতিতে খুলনা বিভাগের ১৫টি উপজেলায় বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়। প্রত্যেকে নির্দিষ্ট বক্স থেকে একটি করে কাগজ তুলেছেন। ওই কাগজে উল্লেখিত স্থানেই তার বদলির আদেশ দেওয়া হয়েছে।আরো পড়ুন:এবার সুশাসনের জন্য বিপ্লব করতে হবে: গোলাম পরওয়ার‘সঠিক স্থান নির্ধারণ না হওয়া আশ্রয়কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে’ ‘সঠিক স্থান নির্ধারণ না হওয়া আশ্রয়কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে’ তিনি জানান, লটারি কার্যক্রম চলাকালে বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ফিরোজ শাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)...