মডেলিং থেকে অভিনয়, সঞ্চালনা—সব জায়গাতেই নিজেকে প্রমাণ করেছেন পিয়া জান্নাতুল। ক্রিকেট মাঠে তার নজরকাড়া সঞ্চালনা ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। যদিও এখন আর ক্রিকেট মাঠে তাকে দেখা যায় না। তবে পেশাগত কাজে মাঠে গিয়ে প্রেমের প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন আলোচিত এই অভিনেত্রী। কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন পিয়া জান্নাতুল। এ আলাপচারিতায় পেশাগত আলাপের পাশাপাশি ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। আলাপচারিতার এক পর্যায়ে সঞ্চালক জানতে চান, আপনি কোন কোন পেশার মানুষের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন? এ প্রশ্ন শুনে দ্বিধায় পড়ে যান পিয়া। এরপর সঞ্চালক বলেন, “আমি কয়েকটি অপশন দিচ্ছি, আপনি শুধু ‘ইয়েস’ অথবা ‘নো’ বলবেন। এক. খেলোয়াড় মানে ক্রিকেট?” এ প্রশ্নের জবাবে পিয়া জান্নাতুল বলেন, “হ্যাঁ। বাংলাদেশের সব মেয়ে পেয়েছে। আমি শিওর। বেশিরভাগ।” বিস্ময় প্রকাশ করে...