বাংলাদেশের তরুণ কৃষি-উদ্যোক্তা, নারী, কৃষক এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিতদের সহায়তার জন্য আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)-কে একটি ‘সামাজিক ব্যবসা তহবিল’ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল রবিবার ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের ফাঁকে ইফাদ-এর প্রেসিডেন্ট আলভারো লারিও-এর সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি আপনাদের একটি সামাজিক ব্যবসা তহবিল তৈরির জন্য উৎসাহিত করছি।’ তিনি জানান, এই ধরনের তহবিল দেশের দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করবে এবং তরুণ, কৃষক, নারী ও মৎস্যজীবীসহ অন্যদের মধ্যে উদ্যোক্তা তৈরিকে উৎসাহিত করবে। বৈঠকে দুই নেতা বেশ কিছু কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশের গভীর সমুদ্র মৎস্য আহরণ শিল্প চালু করতে সহায়তা, আম ও কাঁঠালের রপ্তানি বৃদ্ধি, জলবায়ু-সহনশীল কৃষি-উদ্যোক্তা তৈরি এবং মহিষের দুধ...