নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দারুণ সূচনা করলেও এরপর টানা দুই ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে বাংলাদেশকে। ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করলেও, নিউজিল্যান্ডের কাছে ছিল একপেশে পরাজয়। নিজেদের চতুর্থ ম্যাচে আজ শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে জয়টা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আজ সোমবার (১৩ অক্টোবর) ভারতের বিশাখাপত্তনম স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। খেলা দেখা যাবে টি-স্পোর্টস ও সনি-১ এ। অনলাইনে ট্যাপম্যাড অ্যাপে। শুরুর দারুণ জয়ের পর ধারাবাহিকতা ধরে রাখতে না পারলেও আজকের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে নিগার সুলতানার দল। প্রোটিয়া বধের মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। পাকিস্তানকে হারিয়েছিল ৭ উইকেটের বড় ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকেও চোখ রাঙানি...