ইসরায়েল আশা করছে, গাজায় হামাসের হাতে আটক ২০ জীবিত জিম্মি সোমবার (১৩ অক্টোবর) মুক্তি পাবে। তবে হামাস ঠিক কখন জিম্মিদের মুক্তি দেবে, তা এখনও পরিষ্কার নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী, তাদেরকে স্থানীয় সময় সোমবার দুপুর ১২টার (বাংলাদেশ সময় বিকেল ৩টা) মধ্যে মুক্তি দিতে হবে। ইসরায়েলি সরকারের মুখপাত্র শোশ বাদরোসিয়ান বলেন, জীবিত জিম্মিদের এক সঙ্গে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হবে। আর নিহত ২৮ জিম্মির মরদেহ গ্রহণেরও প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। তাদের মরদেহ কফিনে রাখা হবে। আর শনাক্তকরণের জন্য ফরেনসিক ইনস্টিটিউটে নেওয়া হবে। এদিকে, রোববার এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোমবার ইসরায়েলে...