যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকিকে ‘যুক্তরাষ্ট্রের দ্বিচারিতার উদাহরণ’ বলে মন্তব্য করেছে চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার হুমকি বাস্তবায়ন করলে বেইজিংও পাল্টা ব্যবস্থা নিতে পারে। তিনি আরও বলেন, “চীন কোনো বাণিজ্য যুদ্ধ চায় না, তবে ভয়ও পায় না।” গত শুক্রবার ট্রাম্প চীনের ‘রেয়ার আর্থ’ বা বিরল ধাতু রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপের সমালোচনা করে বেইজিংকে “অত্যন্ত শত্রুতাপূর্ণ” বলে অভিহিত করেন। তিনি আরও অভিযোগ করেন, চীন বিশ্বকে “বন্দি করার চেষ্টা” করছে। সেই সঙ্গে এ মাসের শেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক থেকেও সরে আসার হুমকি দেন। তবে রোববার নিজের সামাজিক মাধ্যম পোস্টে ট্রাম্প লেখেন, “চীনের বিষয়ে চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে! অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট শি সাময়িকভাবে...