মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, “গাজা যুদ্ধ শেষ।” মধ্যপ্রাচ্য সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন। দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি বিনিময়ের প্রস্তুতি চলছে। রবিবার (১২ অক্টোবর) ট্রাম্প ওয়াশিংটনের অ্যান্ড্রুজ বিমান ঘাঁটি থেকে এয়ার ফোর্স ওয়ানে চড়ে ইসরায়েলের উদ্দেশে যাত্রা করেন। সেখান থেকে তিনি মিশরে যাবেন, যেখানে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে যৌথভাবে গাজা শান্তি সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, “যুদ্ধ শেষ। ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন তো? এটা এক বিশেষ মুহূর্ত। সবাই এই সময়টাকে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত।” গাজায় যুদ্ধবিরতি টিকে থাকবে কিনা—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমার মনে হয় যুদ্ধবিরতি...