নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আরেক সদস্য ড. আবদুল আলীম বলেন, পৃথিবীর অনেক দেশেই সাধারণ নির্বাচনের সঙ্গে গণভোট হয়। সে জন্য ভোটের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত হলে ইসির জন্য এটা বেশি চ্যালেঞ্জিং হবে না। আর স্থানীয় সরকার নির্বাচনে তিনটি ব্যালট পেপারে ভোট দেওয়ার অভিজ্ঞতা মানুষের রয়েছে। ফলে এবার সংসদ নির্বাচন আর গণভোট একসঙ্গে হলে ভোটারদের বোঝাতে সমস্যা হবে না।বাংলাদেশের প্রথম সংবিধান, অর্থাৎ বাহাত্তরের সংবিধানে গণভোটের বিধান ছিল না। ১৯৭৯ সালে জেনারেল জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধান যুক্ত করেন। যদিও আওয়ামী লীগ আমলে ২০১১ সালে সংবিধান থেকে গণভোটের বিধান বাতিল করে দেওয়া হয়। আওয়ামী লীগ পতনের পর পঞ্চদশ সংশোধনী মামলার পরে আদালত পুনরায় গণভোটের সিদ্ধান্ত ফিরিয়ে আনেন। এ পর্যন্ত দেশে মোট তিনটি গণভোট অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম সংবিধান, অর্থাৎ বাহাত্তরের সংবিধানে...