জান্নাতুল সুমাইয়া হিমি :ভিউয়ের বিষয়টা কখনোই আমার মাথায় কাজ করে না। তবে সারপ্রাইজিং লাগে যখন আশপাশের মানুষ বা খুব কাছের কেউ জানতে চান, ‘পরবর্তী নাটক কখন আসছে?’ একটা ঘটনা বলি, জিমে যাওয়ার পর সেখানে এক আন্টি বললেন ‘তোমার পরবর্তী নাটক কোনটা আসছে? আমার হাজব্যান্ড পাগল বানিয়ে ফেলছে, সারা দিন আমরা তোমার নাটক দেখি, পুরোনো কোনো নাটক বাকি নেই।’ এই যে মানুষের অপেক্ষা, তা সত্যিই ভালো লাগে। জান্নাতুল সুমাইয়া হিমি :এই প্রশ্নটা আমি বারবার পাই—কেন ফানি বা কমেডি কনটেন্ট বেশি করি, সিরিয়াস গল্পে দেখা যায় না। আমি কিন্তু সব ধরনের কাজই করি। হয়তো ফানি কনটেন্টগুলোর ছোট ছোট ক্লিপ ফেসবুকে বেশি ভাইরাল হয়, আর তা দেখে দর্শক নাটকটি দেখার আগ্রহ পান। দেখুন, সিরিয়াস কনটেন্টে কিন্তু আমরা বেশি শ্রম দিই। গল্প থেকে চরিত্রায়ণ,...