প্রতিটি মানুষের জন্মছক হিসাবে ঠিক হয় রাশিফল। রাশিতে গ্রহ-নক্ষত্রের অবস্থান ঠিক করে আমাদের আজকের দিনটি কেমন কাটবে।জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। কেমন কাটবে আপনার আজকের দিনটি? জেনে নিন আজকের রাশিফল। মেষ রাশি: আজকের দিনটি সাবধানে কাটান। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দু’বার ভাবুন। মাঝে মাঝে নীরবতা সেরা উত্তর তা বুঝতে শিখুন। আত্মবিশ্বাসী হন। স্বাস্থ্য ভালোই থাকবে। অতিরিক্ত অর্থ খরচ করবেন না। বৃষ রাশি: আজকে ধৈর্য ধরুন। কোনও কাজে তাড়াহুড়ো করবেন না। কোনও কাজ আটকে থাকলে হতাশ হবেন না। নিজের লক্ষ্যে স্থির থাকুন। রাস্তায় সাবধানে চলাফেরা করুন। অর্থনৈতিক দিক ঠিকই থাকবে। মিথুন রাশি: আজকে পুরনো বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আদালতের রায় আপনার দিকে যেতে পারে। অযথা চাপ নেবেন না। সঙ্গীর সঙ্গে সময়...