তাহিয়্যাতুল মসজিদ বা দুখুলুল মসজিদ নামাজটি অতি গুরুত্বপূর্ণ একটি আমল। অথচ অধিকাংশ মুসলিমই এই নামাজ সম্পর্কে একেবারে গাফেল। তাহিয়্যাহ অর্থ হচ্ছে- উপঢৌকন বা তোহফা। দুখুলু বা দাখিল অর্থ হচ্ছে- প্রবেশ করা। অর্থাৎ মসজিদে প্রবেশ করলেই মসজিদের আদব স্বরূপ ২ রাকআত নামাজ আদায় করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। মসজিদ আল্লাহর ঘর। তাই আল্লাহর ঘরে প্রবেশ করেই সরাসরি বসা যাবে না। এটি বেআদবি। আর তাই আল্লাহর ঘরে প্রবেশ করেই উপঢৌকন স্বরূপ আল্লাহর নিকট ২ রাকআত নামাজ পেশ করতে হবে। জামাত শুরু হতে আরো ৪-৫ মিনিট বাকি থাকা সত্বেও আমরা অনেকেই মসজিদে ঢুকে জামাতের জন্য অপেক্ষা করি। অথচ তখন কমপক্ষে ২ রাকাত নামাজ খুব সহজে পড়তে পারি। যার গুরুত্ব অনেক বেশি। কিন্তু আমরা তা করি না! আবার অনেক মসজিদে জামাতের শুরুর...