ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। তার নাম হুসাইন তুষার। তিনি ইবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গতকাল রবিবার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়। জানা যায়, হুসাইন তুষার ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ও সহ-সভাপতি বিপুলের ঘনিষ্ঠ কর্মী। হলে থাকাকালীন গণরুমে শিক্ষার্থীদের নির্যাতনসহ নানাবিধ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এখনো তার ফেসবুক আইডিতে ছাত্রলীগের মিছিল-মিটিংয়ের একাধিক ছবি ও পোস্ট রয়েছে। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন...