বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবির এক সদস্যের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার নাম নায়েক মো. আক্তার হোসেন। তার আরেক পাও প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ির তুমব্রু এলাকায় বিজিবির টহল পরিচালনাকালে এ ঘটনা ঘটে। বিজিবির কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু এলাকায় বিজিবির টহল পরিচালনা করার সময় ৩৪ বিজিবির সদস্য নায়েক মো. আক্তার হোসেন মাইন বিস্ফোরণে আহত হয়। বর্তমানে আহত বিজিবি সদস্যকে...