জুলাই স্মরণে কোনো উদ্যোগ নিলে একটি মহল বাজেট নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, অতীতের ফ্যাসিবাদের সময় ছোট বড় অবকাঠামো নির্মাণে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা খরচ হলেও কেউ বাজেট নিয়ে প্রশ্ন তোলেনি। এখন শুধু জুলাইবিষয়ক কাজে বাজেট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তবে সব অপচেষ্টাকে মোকাবিলা করেই জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদদের আত্মত্যাগের স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। গতকাল রবিবার ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক (ডিএসসিসি) মো. শাহজাহান মিয়া ও স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা শহীদদের স্মরণে...