শহর ব্যবসায়ী সমিতির অ্যাডহক কমিটির সদস্য ও ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম আব্দুর রহীম বলেন, শহরের সবচেয়ে বড় সমস্যা হলো যানজট। এ যানজট সমস্যায় পৌরবাসী নাকাল। বছরের পর বছর এ সমস্যা চলছে। সমস্যা সমাধানের জন্য জেলা পুলিশ সুপারের উদ্যোগে অভিযান হচ্ছে। উদ্যোগ নেওয়া হলেও তা কাজে আসছে না। কারণ, দোকানের সামনে যেসব ফেরিওয়ালা বসেন, তাদের কাছ থেকে ভাড়া নেওয়া হয়। এ কারণে প্রশাসন চলে যাওয়ার পর আবার বসেন তারা। দোকানদারকে জরিমানা করা হলে এর একমাত্র সমাধান বলে উল্লেখ করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাইয়ুম সোহাগ বলেন, ‘দীর্ঘদিন ফেনী শহরের সৃষ্ট যে বিশৃঙ্খলা অর্থাৎ ফুটপাত দখল করে মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হয়েছিল। আমরা এখন পুলিশের অভিযান দেখতে পাচ্ছি। এ অভিযানের ফলে জনমনে স্বস্তি ফিরেছে। এজন্য...