খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলামের জারিকৃত এক আদেশের বিরুদ্ধে আইনগত নোটিস পাঠিয়েছেন খুলনা জজ কোর্টের আইনজীবী মো. বাবুল হাওলাদার। গতকাল রবিবার খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু হেনা মোস্তফা জামাল প্রেরিত লিগ্যাল নোটিসে আইনজীবী বাবুল হাওলাদার উল্লেখ করেছেন, গত ৯ অক্টোবর পরিচালক স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, পরিচালক মহোদয়ের লিখিত অনুমতি ছাড়া কোনো মিডিয়াব্যক্তিত্ব হাসপাতালের ইনডোর বা আউটডোরে ছবি তুলতে বা কারও সাক্ষাৎ নিতে পারবেন না। এদিকে, বিষয়টি নিয়ে খুলনার সাংবাদিকদের মাঝে ব্যাপক...