পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে টানা কয়েকদিন ধরে চলা সংঘর্ষ নতুন এক মাত্রায় পৌঁছেছে। ইসলামাবাদ দাবি করেছে, আফগান ভূখণ্ড থেকে আকস্মিক হামলার জবাবে পাকিস্তানি বাহিনীর আত্মরক্ষামূলক অভিযানে ২০০’র বেশি তালেবান সদস্য ও তাদের সহযোগী সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর তথ্য বিভাগ আইএসপিআর রবিবার (১২ অক্টোবর) রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, আফগানিস্তান থেকে পরিচালিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা ‘ফিতনা আল-খাওয়ারিজ’ এবং তালেবান বাহিনী পাকিস্তানের বিভিন্ন সীমান্তচৌকিতে অপ্ররোচিত হামলা চালায়। এর জবাবে পাকিস্তানি বাহিনী ‘নির্ভুল বিমান হামলা, গোলাবর্ষণ ও স্থল অভিযান’ চালায়। এসব অভিযানে তালেবানদের একাধিক ঘাঁটি, প্রশিক্ষণকেন্দ্র ও যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংস হয়ে যায়। বিবৃতিতে বলা হয়, ‘সীমান্তের বিভিন্ন স্থানে তালেবানদের অবস্থান পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আফগান ভূখণ্ডের ভেতরে অন্তত ২১টি অবস্থান সাময়িকভাবে দখল করে সন্ত্রাসী শিবিরগুলো অকার্যকর করে দেওয়া হয়েছে।’...