ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।রোববার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাবির শাহনেওয়াজ হোস্টেল সংলগ্ন ফুটপাত এলাকায় ঘটনাটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও উত্তেজনা চলে ভোর ৪টা পর্যন্ত।প্রত্যক্ষদর্শীরা জানান, নিউমার্কেট-আজিমপুর কবরস্থান সংলগ্ন শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে দোকান স্থাপনকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়। ইটপাটকেল ও ককটেল নিক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় এক ঘণ্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্যার এ এফ রহমান হল সংসদের সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ হাবিব বলেন, দীর্ঘদিনের দোকানিদের জায়গা দখল করে নতুন দোকান বসানোয় এ ঘটনার সূত্রপাত। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা হামলা চালায়।পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে আসেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, হামলার সঙ্গে...