নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও স্পন্সর এসএকে একরামুজ্জামান কোম্পানিটির প্রতি তার শেয়ার বাড়াচ্ছেন। তিনি তার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মোহাম্মদ ট্রেডিংয়ের মাধ্যমে ৮৫ হাজার শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। রোববার (১২ অক্টোবর) দেশের উভয় স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় আরেএকে সিরামিকস জানিয়েছে যে, একরামুজ্জামান ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) মাধ্যমে বর্তমান বাজারদরে এই শেয়ারগুলো ক্রয় করবেন। রোববার শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ২৩ টাকা ৭০ পয়সা। এই দরে হিসাব করলে ৮৫ হাজার শেয়ার কিনতে তার মোট বিনিয়োগের পরিমাণ হবে প্রায় ২০ লাখ ১৪ হাজার টাকা। বর্তমানে স্পন্সর হিসেবে একরামুজ্জামান কোম্পানির ৩.৯৪ শতাংশ বা ১ কোটি ৬৯ লাখ শেয়ার ধারণ করছেন। কোম্পানিটির এই বিনিয়োগের ঘোষণা এমন এক সময়ে এলো যখন তারা...