নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্র মালিকানাধীন বিদ্যুৎ খাতের কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) প্রথমবারের মতো শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে এসেছে। টানা দুই অর্থবছর ডিভিডেন্ড দিতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটির এই অবনমন ঘটেছে। ২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এবারই প্রথম ডেসকো এই ক্যাটাগরিতে নামল। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি ২০২৩–২৪ ও ২০২৪–২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেয়নি। এর আগে ২০২২–২৩ অর্থবছরে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিলেও এরপর থেকে ধারাবাহিক লোকসানের কারণে ডিভিডেন্ড বন্ধ রাখতে বাধ্য হয় তারা। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে ডেসকো ১২৫ কোটি টাকা লোকসান করেছে, যা শেয়ারপ্রতি ৩ টাকা ১৫ পয়সা লোকসান। বিদ্যুৎ বিতরণকারী এই সংস্থাটি টানা তৃতীয় অর্থবছরের মতো লোকসানে আছে। ২০২৪–২৫ অর্থবছর শেষে তাদের মোট জমা লোকসান দাঁড়িয়েছে ১ হাজার ১২২ কোটি টাকায়।...