সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মো. এরশাদ আলী (৪৫) এবং স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপপ্রশিক্ষণ ও কর্মশালাবিষয়ক সম্পাদক মো. ওয়াহেদুল ইসলাম খান সজিবকে (৫২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। রোববার (১২ অক্টোবর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাজধানীর বনানী থানার নৌবাহিনী হেডকোয়ার্টার্সের বিপরীত পাশে সেনা মালঞ্চের সামনে ঢাকা ময়মনসিংহ মহাড়কে আসামিরা বাংলাদেশ অন্তবর্তীকালীন...