ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলিকে ছাড়িয়ে অনন্য নজির গড়লেন স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮০ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন ভারতীয় এই তারকা ওপেনার। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা স্মৃতি মান্ধানা এবার গড়েছেন অনন্য এক কীর্তি। নারীদের ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রান করা প্রথম ব্যাটসম্যান তিনি। রেকর্ডের আরেকটি পাতায় ভারতীয় ব্যাটিং গ্রেট ভিরাট কোহলিকে পেছনে ফেলেছেন মেয়েদের ক্রিকেটের এই তারকা। উইমেন’স বিশ্বকাপে রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮০ রান করেন মান্ধানা। ৩ ছক্কা ও ৯টি চারে সাজানো ৬৬ বলের ইনিংসে কয়েকটি রেকর্ড গড়েন ভারতের বাঁহাতি ওপেনার। মেয়েদের ওয়ানডেতে এক বছরে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি আগের ম্যাচেই নিজের করে নেন মান্ধানা। সেটিকে এবার আরও সমৃদ্ধ করলেন তিনি। চলতি বছর ১৮ ওয়ানডে খেলে তার রান হলো ১ হাজার ৬২।...